রায়গঞ্জ, ৫ জুনঃ নির্বাচনি ফল ঘোষণার উনিশ দিন বাদেও তৃণমূল পরিচালিত পুরপ্রধান নির্বাচনে ঐক্যমতে পৌঁছোতে পারলো না জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
সূত্রের খবর, সোমবার বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ২৭ জন কাউন্সিলারদের নিয়ে বোর্ড মিটিংয়ে বসেন যুগ্ম প্রশাসক অমল আচার্য। সেখানেই রাজ্য পার্টির বন্ধ করা খামে পাঠানো চেয়ারম্যানে নাম নিয়ে জোরদার বিতর্ক তৈরি হয়। প্যানেল-পালটা প্যানেল জমা পরে প্রথম মিটিংয়ের বোর্ড সভাপতি নয়ন দাসের হাতে।
সূত্রের খবর, এদিনের সভায় রাজ্য পার্টির মনোনীত চেয়ারম্যান হিসেবে উঠে আসে নির্বাচনের কিছুদিন আগেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেসের প্রাক্তন সম্পাদক সন্দীপ বিশ্বাসের নাম। আর এর জেরেই প্রকাশ্যে চলে আসে নতুন ও পুরোনো তৃণমূলীদের বিরোধ। কাউন্সিলরদের একাংশ আইএনটিটিইউসি নেতা অরিন্দম সরকারকে চেয়ারম্যান দাবি তোলেন। বিতর্কের জেরে ভোটাভুটির সিদ্ধান্তও নেওয়া হয়। সেই অনুযায়ী ব্যালট বক্সও আনা হয়।
পার্টি সূত্রে খবর, ১২টি ভোট পড়ার পরই রাজ্য পার্টির নির্দেশে বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া। কাউন্সিলারদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেন যুগ্ম প্রশাসক অমল আচার্য। কিন্তু তাতেও ঐক্যমত্য হয়নি। দীর্ঘ আলোচনার পরে চেয়ারম্যানের নাম ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন মিটিংয়ের সভাপতি নয়ন দাস।
অমলবাবু অবশ্য ভোটাভুটির বিষয়টিকে অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘সব কাউন্সিলরের মতামতকে গুরুত্ব দিতেই রাজ্য পার্টির বন্ধ করা খাম খুলে দেখা হয়নি। যেহেতু চেয়ারম্যান পদ নিয়ে এখনো ঐক্যমতে আসা যায়নি তাই সাত দিন বাদে চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2swDJgM
June 05, 2017 at 11:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন