বাগডোগরা, ১৬ জুনঃ কাওয়াখালির সিআরপিএফ ক্যাম্পে ধরা পড়ল চিতাবাঘ। গত কয়েকদিন ধরেই মাটিগাড়ার তৃতীয় মহানন্দা সেতু সংলগ্ন এলাকা কাওয়াখালিতে মৃত গোরু-ছাগল দেখতে পাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তাঁরা খবর দেন বন দপ্তরে। ওই এলাকায় সিআরপিএফ ক্যাম্প এবং প্রচুর জনবসতি থাকায় বনকর্তারাও আর ঝুঁকি নেননি। তাড়াতাড়ি খাঁচা পাতা হয় গ্রাম ও সিআরপিএফ ক্যাম্পের মধ্যে। শুক্রবার সকালে সিআরপিএফ ক্যাম্পের মধ্যে পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। সিআরপিএফ থেকে বনদ দপ্তরে খবর দেওয়া হলে বনকর্মীরা এসে চিতাবাঘটিকে নিয়ে যান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2syMJFp
June 16, 2017 at 10:27AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন