ধূপগুড়ি, ৫ জুনঃ ধূপগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়া কুমলাই নদীকে দূষণ এবং বাজারের বর্জ্যের হাত থেকে বাঁচাতে প্রশাসনিক তত্পরতার দাবিতে কুমলাই নদীর ধারে অবস্থান বিক্ষোভে বসল পরিবেশ প্রেমীরা। সোমবার সকালে পূর্বঘোষিত কর্মসূচী অনুসারে এদিন মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে বসে স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠন ‘ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশন’ এর সদস্যরা। এদিন তারা কুমলাই সহ সারা শহরের পরিবেশকে বাঁচাতে শহরবাসী ও প্রশাসনিক কর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
অবস্থানে বসা সংগঠনের সদস্য কৌশিক সেন জানান, ‘আমাদের দাবিটা দীর্ঘদিনের এবং এই শহর ও আমাদের ভবিষ্যতের জন্য এই নদীকে বাঁচানো দরকার। পৌরসভা ও প্রশাসন যখন এব্যাপারে নির্বিকার তখন আমাদেরই পথে নামতে হয়েছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sIdF1E
June 05, 2017 at 05:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন