দশ বছর ধরে দেশে ভোট হয়নি, এবার হতে হবে–খালেদা জিয়া ।

সুরমা টাইমস ডেস্ক: ১০ বছর ধরে দেশে ভোট হয়নি, এবার হতে হবে। ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশনকেই সে ব্যবস্থা করতে হবে। সরকার সেটি করবে না।’ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ইফতারে অংশ নিয়ে খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা জিয়া সরকারের সমালোচনা করে বলেন, ‘আজকে সাধারণ মানুষের বেঁচে থাকা খুব কঠিন। সরকার সাধারণ মানুষের জন্য কিছু করেনি, করবেও না।’ তিনি বলেন, ‘তারা (সরকার) মনে করে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকার জন্য তারা কতগুলো কৌশল ঠিক করেছে। ক্ষমতায় থাকার জন্য যাদেরকে হাতে রাখা দরকার তাদেরকে অবাধ সুযোগ দিচ্ছে, যে সাহায্য দরকার তা করে দিচ্ছে। কাজেই নির্বাচনে জেতা যাদেরকে দিয়ে সম্ভব, যারা তাদেরকে জিতিয়ে দিতে পারবে তাদের জন্য কাজ করলেই হবে। এখানে সাধারণ মানুষের ভোটের কোনো দাম নেই।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আজকে সারাদেশেই দুর্ঘটনা ঘটছে। হাইওয়েগুলোর খারাপ অবস্থা হওয়ার কারণে দুর্ঘটনা বাড়ছে। এই সরকারের আমলে প্রতিনিয়ত মানুষ মরছে। মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। আর তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আকাশে উড়ে, মাটির মানুষের কথা চিন্তাও করে না।’

খালেদা জিয়া বলেন, ‘এক পরিবার সব দখল করবে। শুধু তারা নিরাপত্তা পাবে।’ তিনি বলেন, ‘তারা উন্নয়নের কথা বলেন, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, তাতে কি বোঝা যায় উন্নয়ন হয়েছে? দেশের মানুষের কাছে উন্নয়ন পৌঁছেছে?’ সকলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘সকল রাজনেতিক দল যাতে ভোটে অংশগ্রহণ করতে পারে, সেজন্য পরিবেশ তৈরি করতে হবে। আর সব মানুষ যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা রাখতে হবে। আর সেজন্য প্রয়োজন নির্বাচনকালীন সরকার। যে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করতে পারবে।’

খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হতে চায় না বলেই জনগণের দুঃখ-দুর্দশা নিয়ে তাদের কোনো চিন্তা নেই।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (সরকার) নিজেরা ভালো আছে। তারা রিলিফ চুরি করছে, লুটপাট করছে, ব্যাংকের টাকা নিচ্ছে। এবার বাজেটে যত রকমের কর বসিয়েছে, ভ্যাট বসিয়েছে এবং মুদির দোকানেও ভ্যাট বসিয়েছে। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? ‘ ক্ষোভ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম কী দেশের এই অবস্থা দেখতে। এক পরিবার সমস্ত কিছু দখল করে নেবে, কেউ গণভবন দখল করে নেবে, অমুক বাড়ি দখল করবে, তমুক করবে….। তাদের সব নিরাপত্তা দিতে হবে। শুধু তারাই নিরাপত্তা পাবে, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rroyIM

June 14, 2017 at 08:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top