বরুড়ায় এক চা বিক্রেতাকে হত্যা

বিএম মহসিন ● বরুড়া উপজেলার চিতড্ডা গ্রামের আবদুল মোতালেব (৫৫) নামের এক চা বিক্রেতাকে পারিবারিক শত্রুতার জের ধরে ঘুষি মেরে হত্যা করে। থানা সূত্রে জানা যায়, উপজেলার চিতড্ডা ইউনিয়নের চিতড্ডা গ্রামের খন্দকার বাড়ির পূর্ব পার্শ্বে মো. আবদুল মোতালেব চা বিক্রি করত। সে শুক্রবার রাত ১১ ঘটিকায় দোকান বন্ধ করে বাড়ির ফেরার পথে একই গ্রামে মহিলা মাদ্রাসার পূর্ব পার্শ্বে গেলে, তার গ্রামের বাসিন্দা আলী আকবরের ছেলে ইদু মিয়া (৫০) তার ছেলে শাহাদাৎ (২৭) রাজিব (২২) মৃত আফসার উদ্দিনের ছেলে সূরুজ (৪২) ও কোরবান আলীর ছেলে (২২) তাকে এ্যালোপাথারি ঘুষি, লাথি মেরে আহত করে। এসময় তার চিৎকারে আশ-পাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে আবদুল মোতালেবের ছেলে মো. ইব্রাহীম খলীল ওরফে বাশার বাদী হয়ে, বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করে। এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব মোর্শেদ বলেন, হত্যার অভিযোগে মামলা নেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থ্যা নেওয়া হবে।

The post বরুড়ায় এক চা বিক্রেতাকে হত্যা appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2rcucOU

June 10, 2017 at 08:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top