ব্রাউন সুগার সহ আটক ২

শলিগুড়ি, ১৭ জুনঃ প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ ২ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এসএসবি। শনিবার বাগডোগরা এলাকা থেকে ৩ অভিযুক্তকে আটক করে এসএসবি ৪১ ব্যটেলিয়ন। আটক করা ব্রাউন সুগারের বাডজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি ৪১ ব্যাটেলিয়নের কমান্ডান্ট রাজীব রানার নেতৃত্বে এসএসবি-এর একটি দল আগে থেকেই ওই এলাকায় ফাঁদ পেতেছিল। পরে হাতেনাতে ধরে ফেলে অভিযুক্তদের। অভিযুক্তদের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sJXRz1

June 17, 2017 at 10:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top