নিজস্ব প্রতিবেদক;
সিলেটে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বর্ষাকাল শুরুর কয়েক মাস আগেই। মাঝে মাঝে বিরতি দিয়ে নিয়মিত হচ্ছে বৃষ্টি, কখনো দিনে, কখনো রাতে।
সোমবার (২৬ জুন) উদযাপন হওয়ার সম্ভাবনা আছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। ঈদের দিনে বৃষ্টিপাত হবে কিনা, এ নিয়ে চিন্তিত অনেকেই। তবে জানা গেছে, ঈদ এবার বৃষ্টিবিঘ্নিত হওয়ার সম্ভাবনা নেই।
সিলেটের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, অন্তত ঈদের জামাতের সময় বৃষ্টি হবে না। তবে এদিন রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে শুধু ঈদের দিন নয়, আগামী ৭২ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে রাতের দিকে অল্প বৃষ্টি হতে পারে। কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকে।
এদিকে, সোমবারে সম্ভাব্য ঈদ উদযাপনকে সামনে রেখে সিলেটের প্রধান ঈদ জামাতের স্থান শাহী ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ঈদ-উল-ফিতরের জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছে সিলেট মহানগর পুলিশ। পুরো শাহী ঈদগাহ ময়দানকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া শাহজালাল, শাহপরাণ দরগাহসহ বিভিন্ন ঈদগাহ এলাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যাবস্হা।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2s9YoFS
June 25, 2017 at 07:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.