মুম্বাই, ১৭ জুন- ৬৭ বছরে পা দিলেন। অথচ হল না কোনও সাংবাদিক সম্মেলন কিংবা জনসমক্ষে কেক কাটা। কারণ জন্মদিনটা একটু অন্যভাবে পালন করতে চান বলিউডের ডিস্কো ডান্সার। নিরিবিলিতে আর সকলের অলক্ষ্যে, একেবারে নিজের মতো করে। যেখানে তিনি মিঠুন চক্রবর্তী নন, পুরদস্তুর এক ফ্যামিলি ম্যান। সাদামাটা এক বাঙালি। সেই বাঙালিয়ানা বজায় রেখেই জন্মদিনটা রান্নাঘরে কাটালেন বাংলার মহাগুরু। পরিবারের সদস্যদের জন্য রান্না করলেন তাদের পছন্দের খাবার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বাবার জন্মদিন নিয়ে কথা বলতে গিয়ে এই তথ্য ফাঁস করেছেন স্বয়ং মিঠুন-পুত্র মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো। মিমোর কথায় প্রতিবারই নাকি এভাবেই জন্মদিন পালন করেন মিঠুন। বলিউডের ডিস্কো ডান্সারের রান্নার হাত নাকি ভীষণই ভাল। মিমোর দাবি, যদি কেউ তার বাবার হাতের বিরিয়ানি একবার খেয়ে ফেলে জীবনে ভুলতে পারবেন না। বাবার সম্পর্কে আরও তথ্য ফাঁস করেছেন মিমো। তার কথায়, ব্যবসা-বাণিজ্য বেশ ভালই বোঝেন মিঠুন। এই ক্ষেত্রে তার নেওয়া সমস্ত সিদ্ধান্তই লাভকর হয়ে থাকে। একই সঙ্গে বাগান কিংবা অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে বেশ ভাল জ্ঞান রয়েছে মিঠুনদার। গাছ সম্পর্কে খুব ভাল জানেন তিনি। সমান দক্ষতা রয়েছে জ্যোতিষ বিজ্ঞানেও। হ্যাঁ, জ্যোতিষ বিজ্ঞান নিয়ে রীতিমতো চর্চা করেন মহাগুরু। আর কারও ভবিষ্যত সম্পর্কে যা বলেন, তা নাকি বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়। প্রসঙ্গত, সারদা ও রোজভ্যালি কেলেঙ্কারীতে নাম জড়ানোর পর থেকেই প্রচারের আলো থেকে দূরে রয়েছেন মিঠুন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল পরিচালক নীতীশ রায়ের জলে জঙ্গলে ছবিতে। তারপর থেকে একপ্রকার অজ্ঞাতবাসেই দিন কাটাচ্ছেন কিংবদন্তি অভিনেতা। এখন পরিবারই তাঁর কাছে সবকিছু। আর ছেলেমেয়েদের সঙ্গেই সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন। জন্মদিনটাও তাই সেভাবেই কাটালেন তিনি। আর/১৭:১৪/১৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sJczWR
June 17, 2017 at 10:48PM
17 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top