প্রেটোরিয়া, ২৬ জুন- দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার ভিলিয়ার্স ও স্টেইনকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ; হেইনো কুন, এইডেন মার্করাম ও আন্দিলে ফেহলুকওয়ো। কাঁধের ইনজুরি কাটিয়ে ফিরতে পারেননি ডেল স্টেইন। আর টেস্ট ক্রিকেট থেকে আপাতত ছুটিতে রয়েছেন ডি ভিলিয়ার্স। এছাড়া দলে জায়গা হয়নি ওয়েন পারনেল, দানি পেইত, স্টিভেন কুকের। দক্ষিণ আফ্রিকা দলের একমাত্র স্পিনার কেশভ মহারাজ। অভিষেকের পর থেকেই স্পিন আক্রমণে নিজেকে প্রমাণ করেছেন তিনি। প্রথম টেস্ট থেকে দলকে নেতৃত্ব দেয়ার কথা ফাফ ডু প্লেসিসের। তবে তিনি ফিরতে না পারলে প্রথম টেস্টে প্রোটিয়াদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ডিন এলগার। দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, টিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ডিন এলগার, হেইনো কুন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, ক্রিস মরিস, ডুয়ানে অলিভিয়ের, আন্দিলে ফেহলুকওয়ো, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rTLFbl
June 27, 2017 at 02:03AM
26 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top