সড়ক দুর্ঘটনায় পুলিশের ওসিসহ নিহত ০২ ।

সুরমা টাইমস ডেস্কঃ ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়ায় এক সড়ক দুর্ঘটনায় পুলিশের ওসিসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১২ জুন) বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় (খাঁটি হাতা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির নিহত হন।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো: হাফিজুর রহমান ঘটনাস্থল থেকে ওসি হুমায়ূন কবিরের লাশ ও জেলা হাসপাতাল থেকে ড্রাইভার ওয়ারিশ মিয়ার লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদীর ইটখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় যাচ্ছিলেন ওসি হুমায়ুন। শিবপুর উপজেলার ঘাসিরদিয়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সেভেন রিংস সিমেন্ট কারখানার একটি মিকচার মেশিন ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওসি হুমায়ুন কবির মারা যান এবং প্রাইভেটকারের ড্রাইভার ওয়ারিশ মিয়া গুরুতর আহত হয়। ঘটনার পর পর স্থানীয় লোকজন সংঘর্ষের কথা শুনে ঘটনাস্থলে এসে আহত ড্রাইভারকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করে। এখানে চিকিৎসাধীন অবস্থায় ড্রাইভার ওয়ারিশ মিয়া মারা যায়।

ওসি আরো জানান, এ ব্যাপারে ভৈরব হাইওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

প্রসঙ্গত, ওসি হুমায়ূন কবিরের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকায় এবং ঢাকার খিলগাঁও থানার বাসাবো এলাকায় তিনি বাড়ি করে সেখানেই বসবাস করতেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2skftka

June 13, 2017 at 10:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top