শিলিগুড়ি, ২০ জুনঃ নারকোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ও এসএসবি-র ৪১ ব্যাটেলিয়নের যৌথ অভিযানে উদ্ধার হল ১০ কোজি চরস। সোমবার রাতে অভিযান চালিয়ে ভারত-নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি এলাকা থেকে চরস সহ একজনকে গ্রেফতার করা হয়। ধৃত জাভেদ আখতার (২৩) দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা বলে জানা যায়।
সূত্রের খবর, গোপন সূত্রের ভিত্তিতে এনসিবি ও এসএসবি-র আধিকারিকরা তল্লাশি চালিয়ে ১০ কেজি চরস উদ্ধার করেন। উদ্ধার হওয়া চরসের আন্তর্জাতিক বাজার মূল্য ১ কোটি ১ লক্ষ টাকা। ওই চরস একটি স্যুটকেসে ভরে কাঠমাণ্ডু থেকে কলকাতায় আনা হচ্ছিল বলে জানা যায়। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ওই চরস কলকাতা থেকে হংকংয়ে পাচারের পরিকল্পনা ছিল।
এনসিবি-র আঞ্চলিক অধিকর্তা দিলীপ কুমার শ্রীবাস্তব জানান, এই পাচারকার্যের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rzmOJE
June 20, 2017 at 09:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন