নাম না করে মোর্চাকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি, ১০ জুনঃ ‘রাজনীতিতে দেউলিয়াপনা প্রকাশ পেলে কেউ কেউ উল্টোপাল্টা কথা বলেন। তবে আমি লক্ষ কোটি বার পাহাড়ে যাব। কে কি বলল তাতে কিছু এসে যায়না।’ শনিবার উত্তরকন্যায় রাজ্য পুলিশের ডিজি ও রাজ্যের স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘পাহাড়ে আমি রোজ যাব। কারণ পাহাড়কে আমি ভালোবাসি। প্রতি মাসে একবার পাহাড়ে আসি বলে অনেকের রাগ। কারণ আগের মত অনেকে লুটে পুটে খেতে পারছেন না। তবে কে কি বলল আমি তাকে গুরুত্ব দিই না। আমি আশা করব, যারা এসব করছে তাদের শুভবুদ্ধির উদয় হবে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা আর আপস করব না। আপস করতে গিয়ে ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। পাহাড়ে যে অন্যায় হয়েছে তাতে আইন আইনের পথেই চলবে।’

উল্লেখ্য, আগামীকালও বিনামূল্যে পর্যটকদের কলকাতা ফেরানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rWOmJK

June 10, 2017 at 04:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top