কলকাতা, ২০ জুন- ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচে পাক জিতলেই বাংলাদেশে বেশ কিছু এলাকায় যেন উৎসব শুরু হয়ে যায়৷ বাজি পটকা আতশবাজির ফুলছুরি শুরু হয়৷ আর এই জিনিস বাড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকেই দায়ী করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ নিজের ফেসবুক পোস্টে রীতিমত রাজ্যের ম্যাপের ছবি দিয়ে দেখিয়েছেন কোথায় কোথায় এই ঘটনা বাড়ছে৷ সোমবারই চ্যাম্পিয়ানস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছে ভারত৷ আর তারপরই রাজ্যের বেশ কিছু জেলা ও এলাকা থেকে এসেছে পাকিস্তানের জয়ে উৎসব পালনের খবর৷ কোথাও বাজি ফেটেছে, কোথাও পুড়েছে আতশবাজি৷ কোথাও আবার পাকিস্তানের পতাকা নিয়ে বিজয় মিছিলও হয়েছে৷ হচ্ছেটা কি আমাদের বাংলায়? প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি৷ ফেসবুকে রীতিমতো পোস্ট দিয়ে দিলীপ ঘোষ এসবের জন্য মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন৷ বিজেপি রাজ্য সভাপতি রাজ্যের একটি ম্যাপ দিয়ে দেখিয়েছেন, কোথায় কোথায় পাকিস্থানের সমর্থক বাড়ছে৷ মালদার কালিয়াচক, উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর, রামগঞ্জ গোয়ালপোখর, হুগলির চন্দননগর, কলকাতার খিদিরপুর, মেটিয়াবুরুজ, এমনকি বর্ধমান শহরেও পাকিস্তানের জেতার খবরে বাজি পটকা পুড়েছে বলে দাবী দিলীপ ঘোষের৷ বর্ধমানে একটা করে ভারতের উইকেট পরেছে আর পটকা ফেটেছে৷ কারা করছে এসব? প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ৷ তাঁর প্রশ্ন, এটা কারা করছে? এরা কি ISI, IS, SIMI, জামাতের লোক? এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির ফসল? প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপ ঘোষ আরও জানিয়েছেন, এটাই পশ্চিম-বাংলাদেশ গড়ার সফল পদক্ষেপ৷ পশ্চিমবঙ্গের মানুষ এই পরিবর্তন চেয়েছিলেন কিনা তাও নিজের ফেসবুক পোস্টে জানতে চেয়েছেন দিলীপ ঘোষ৷ ভারত পাকিস্তান ম্যাচে ভারত হারলে আগেও অনেক জায়গা থেকে বিজয় উৎসবের খবর আসতো৷ কিন্তু এখন সেই ঘটনা আরও বেড়েছে৷ আর, মুখ্যমন্ত্রীকে দায়ী করে রাজ্যের মানুষের সেই চেপে রাখা প্রশ্নকেই আবার উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। আর/১২:১৪/২০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tGi0Tm
June 20, 2017 at 06:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top