ঢাকা, ২৩ জুন- প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে অংশ নিলেন মাশরাফি বিন মুর্তজা। মাঠে তো জ্বালাময়ী পারফরম্যান্স বহুবারই উপহার দিয়েছেন তিনি, এবার অতিথি শিল্পী হিসেবে ক্যামেরার সামনে পারফরম করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বুশরা শাহরিয়ারের গাওয়া উৎসবের বাংলাদেশ শিরোনামের গানটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফেলেছে তুমুল সাড়া। মিউজিক ভিডিওটি বৃহস্পতিবার কণ্ঠশিল্পী বুশরা তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও উৎসবপ্রিয় সাধারণ মানুষের আনন্দ-উল্লাসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। আর মাশরাফির সাধারণ জীবন-যাপন আর অটুট দেশপ্রেমের কথা তো সবারই জানা। মিউজিক ভিডিওর শেষদিকে হাজির হন মাশরাফি। হাতে বাংলাদেশের পতাকা নিয়ে স্যালুট প্রদর্শন করেছেন তিনি। মিউজিক ভিডিওতে মাশরাফি ছাড়াও অংশ নিয়েছেন বুশরা ও মডেল দেজান। গানটির কথা ও সুর করেছেন কণ্ঠশিল্পী বুশরা নিজেই। কম্পোজ করেছেন বব সেন। আর মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন নোমান রবিন। দেখুন মাশরাফির মিউজিক ভিডিওটি:



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rKKtXB
June 24, 2017 at 04:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top