ভারত-বাংলাদেশ সীমান্তে অস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজগঞ্জ, ২৮ জুনঃ অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজগঞ্জ থানার পুলিশ। কাজিরুল হক (৪০) নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার রাতে রাজগঞ্জের ভাঙ্গামালি থেকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল এবং দু’টি কার্তুজ। প্রায় চার বছর ধরে চেষ্টার পর এদিন ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ভাঙ্গামালির বাসিন্দা কাজিরুল হক। তাঁর বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান সহ একাধিক অভিযোগ রয়েছে রাজগঞ্জ থানায়। বাংলাদেশের দুস্কৃতিদের সঙ্গেও তাঁর যোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ইদের দিন কাজিরুলকে ওই এলাকায় দেখা যায় বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এরপরই গত তিন দিন থেকে ওঁত পেতে থাকা হয়। সেই সময় চা বাগান দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের দিকে পালানোর চেষ্টা করেন তিনি। এমনকি পুলিশকে লক্ষ্য করেও গুলি চালানোর চেষ্টা করেন। শেষমেষ পুলিশ হাতে গ্রেফতার হয় কাজিরুল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2shuFQe

June 28, 2017 at 07:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top