ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক ● আসন্ন ঈদকে সামনে রেখে যানবাহন চলাচল ঠিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশে যানজটমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানবাহনগুলোতে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। বুধবার সকাল থেকে মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ, মিয়াবাজারসহ বেশ কয়েকটি বাজারে এ অভিযান চালানো হয়।

এ সময় মহাসড়কের সুয়াগঞ্জ বাজার এলাকার ফুটপাতে বিভিন্ন ছোট ছোট স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়াও যাত্রীবাহী বাসে চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট দেয়া হয়।

কুমিল্লার পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, মহাসড়কের যান চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত মহাসড়কের ওপর বাজারসমূহে অভিযান পরিচালনা হবে। এ অভিযানকালে হাইওয়ে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রাম পদুয়া পর্যন্ত ১০৫ কিলোমিটার অংশের বিভিন্ন বাজারে সড়কের ওপর কাঁচামালসহ বিভিন্ন মালামাল রাখায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

The post ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2s0htxK

June 14, 2017 at 04:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top