সুরমা টাইস ডেস্ক ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মনগর গ্রামে সোমবার গভীর রাতে ঘরের জানালা কেটে নিজের ভাগ্নিকে ঘুম থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে করেছে এক ব্যক্তি। বাছির ওই এলাকার মৃত আব্দুল অহাব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ধর্ষক মামা বাছির মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মনগর গ্রামে ছোট মামা নাজমুলের ঘরের পাশে একটি রুমে দুই মাস ধরে বসবাস করে আসছিল মেয়েটি। সোমবার গভীর রাতে জানালা কেটে তার ঘরে ঢুকে পড়ে বড় মামা বাছির মিয়া। সে মেয়েটিকে মুখ চেপে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির পাশের একটি তাল গাছের নিচে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এরপর মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায় বাছির।
রাতে সেহরির রান্না করতে উঠার পর মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পান নাজমুলের স্ত্রী। তিনি ভাগ্নীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান কামাল ভূঁইয়া বলেন, মঙ্গলবার সকালে মেয়েটি নিজে ঘটনাটি জানায়। বিষয়টি সামাজিকভাবে সুরাহা করার জন্য বাছিরকে খুঁজে পাওয়া যায়নি।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসের তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ধর্ষক বাছিরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নির্যাতিত মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2r2fmpo
June 06, 2017 at 11:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.