নেত্রকোনায় ঈদের জামাতে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে ০৪ জন আহত।

সুরমা টাইমস ডেস্ক:

নেত্রকোনার খালিয়াজুরীতে ঈদের জামাতে যোগ দেয়ার সময় সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন।

সোমবার (২৬ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার আমানিপুর গ্রামে ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটেছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সাংবাদিকদের জানান খালিয়াজুরী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ফুল মিয়ার সঙ্গে সাবেক সদস্য ফখরুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ চলছিল। তারা একই সময় ঈদগাহ মাঠে নামাজ পড়তে গেলে প্রথমে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের অনুসারীরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের চারজন আহত হয়।

সংঘর্ষে আহতরা হলেন- দুলাল মিয়া, শাহ আলম, বকুল মিয়া ও আজহার উদ্দিন।তাদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের পর আলাদা স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2takVGU

June 26, 2017 at 07:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top