টানা দুই সুপার সিরিজ শ্রীকান্তের

সিডনি, ২৫ জুনঃ টানা তিনটি সুপার সিরিজের ফাইনালে উঠে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাসের পাতায় আগেই নাম তুলেছিলেন। এবার অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজে রিও অলিম্পিকের সোনাজয়ী  চিনের চেন লংকে হারিয়ে এক সপ্তাহের মধ্যে জোড়া সুপার সিরিজ জিতে নিলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত। রবিবার ফাইনালে তিনি স্ট্রেট গেমে প্রাক্তন পয়লা নম্বর শাটলারকে উড়িয়ে দেন। খেলার ফল শ্রীকান্তের পক্ষে ২২-২০, ২১-১৬। প্রথম গেমে ২০ পয়েন্ট পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল। শ্রীকান্ত বিরতিতে ১১-৯ পয়েন্টের লিড নিলেও কিছুক্ষণের মধ্যেই লং খেলায় ফিরে আসেন। তবে, ২০-২০ অবস্থায় নার্ভ ধরে রেখে প্রথম গেম বের করে নেন গন্টুরের শাটলার। তবে দ্বিতীয় গেম প্রাক্তন অল ইংল্যান্ডজয়ী লংকে প্রায় দাঁড়াতেই দেননি শ্রীকান্ত। শুরুতে ৬-২ এর লিড নেওয়ার পর পুরো গেমেই সেটা বজায় রাখেন তিনি। শেষ পর্যন্ত লংয়ের সার্ভিস বাইরে পড়তেই খেতাব নিশ্চিত হয়ে যায় শ্রীকান্তের।

সাফল্যের স্বীকৃতি স্বরূপ ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার (বাই) তরফে শ্রীকান্তকে ৫ লক্ষ টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t5qGFG

June 25, 2017 at 04:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top