কলকাতা, ২৩ জুন- বুধবার ইংল্যান্ড থেকে কলকাতায় ফেরার পর বৃহস্পতিবার সিএবি এসেছিলেন সৌরভ। কোচ-হীন অবস্থায় কোহলিদের ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে প্রতিক্রিয়া চাওয়ায় সৌরভ বলেন, কোচ হিসাবে সঞ্জয় বাঙ্গার রয়েছে তো। অনিল কুম্বলেকে ভারতীয় দলের কোচ হিসাবে নিয়োগ করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কুম্বলের সংঘাত মেটানোর চেষ্টাও করেছিলেন। ভারতীয় ক্রিকেটের তিন সদস্যের উপদেষ্টা কমিটির অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার জানালেন, কুম্বলের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত একেবারে অন্তিম মুহূর্তে নেওয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন কোচ নির্বাচনের সুযোগ ছিল না বলেও মন্তব্য সিএবি প্রেসিডেন্টের। বুধবার ইংল্যান্ড থেকে কলকাতায় ফেরার পর বৃহস্পতিবার সিএবি এসেছিলেন সৌরভ। কোচ-হীন অবস্থায় কোহলিদের ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে প্রতিক্রিয়া চাওয়ায় সৌরভ বলেন, কোচ হিসাবে সঞ্জয় বাঙ্গার রয়েছে তো। কিন্তু প্রধান কোচ তো নেই? সৌরভ জবাব দেন, কী করা যাবে। একেবারে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কুম্বলে। তিনি যোগ করেন, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। ছাড়ার আগে আপনার সঙ্গে কি আলোচনা করেছিলেন কুম্বলে? সৌরভ বলেন, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এ নিয়ে কিছু বলতে চাই না। ভারতীয় ক্রিকেটের পক্ষে এটা কি ভাল হল? আমার কিছুই বলার নেই এ ব্যাপারে, বলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। পরে যদিও তাঁর কথাবার্তায় হতাশার আভাস পাওয়া যায়। সৌরভ বলেন, ভারতীয় ক্রিকেটে এই ঘটনা নতুন নয়। সরাসরি না বললেও তাঁর ইঙ্গিত যে গ্রেগ চ্যাপেল অধ্যায়ের দিকে, সেটা সহজেই অনুমেয়। কুম্বলের জমানায় ভারতীয় দলের সাফল্যকে যে উপেক্ষা করার জায়গা নেই, সেটাও বুঝিয়ে দেন সৌরভ। জাতীয় দলের পরবর্তী কোচ নির্বাচন নিয়ে উপদেষ্টা কমিটির বৈঠক কবে? সৌরভ বলেন, এখনও ঠিক হয়নি। এদিকে, কুম্বলে কোচ হওয়ার পর অভিনন্দন জানিয়ে যে টুইটটি করেছিলেন কোহলি, সেটি তিনি মুছে দেওয়ায় বিতর্ক শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। আর/১৭:১৪/২৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rYePtL
June 23, 2017 at 10:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top