নিউইয়র্কে খালেদার উপদেষ্টা জাহিদ সর্দারের কারাদণ্ড

Captureঢাকা::প্রতারণা ও জালিয়াতির অভিযোগে শাস্তির পর প্রবেশনের বিধি লংঘন করে পালিয়ে যাওয়ার দায়ে খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদীকে চার মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডোতে মিডল ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের বিচারক গ্রেগরি এ প্রেসনেল এই রায় দেয়। প্রতারণা ও ঠকবাজির দায়ে ২০০৯ সালে একই আদালতে সাদীকে ৪০ মাসের কারাদণ্ড দেয়। পরে কর্তৃপক্ষের নজরদারিতে থাকার (প্রবেশনে) শর্তে ছাড়া পান সাদী।

তার শর্তের মধ্যে অন্যতম ছিল প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নিকটস্থ প্রবেশন অফিসারের সঙ্গে দেখা করে নিশ্চিত করতে হবে যে তিনি আর কোনো অপকর্মে লিপ্ত হননি অথবা ওরল্যান্ডে সিটি ত্যাগ করেননি।

কিন্তু সাদী প্রবেশন অফিসারের কাছে নিয়মিত হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে আদালতে চিঠি লেখে প্রবেশন অফিসার। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর গত ১৭ মে ওয়াশিংটন ডিসি থেকে সাদীকে গ্রেফতার করে এফবিআই।

৯ জুন তাকে ফ্লোরিডার আদালতে হাজির করা হলে বিচারক ২৭ জুন পরবর্তী দিন রেখে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সাদীকে আদালতে হাজির করা হলে প্রবেশনের শর্ত ভঙ্গের দায়ে তাকে নতুন করে সাজার আদেশ দেন বিচারক।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2s4d0rq

June 29, 2017 at 01:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top