১০ শতাংশ কমলো চালের আমদানি শুল্ক-বাণিজ্যমন্ত্রী।

সুরমা টাইমস ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেছেন, চালের ওপর আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তার নির্দেশনা অনুযায়ী এটা করা হয়েছে। ‘শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তখন কেজি প্রতি চালের দাম কমবে কমপক্ষে ৬ টাকা।’

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে চালের কোনও সংকট নেই। কিন্তু মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছে। রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। কিন্তু কয়েকজন বড় ব্যবসায়ী আমাদের সহযোগিতা করেননি। বর্তমানে বাজার নিয়ন্ত্রণে আছে।’

উল্লেখ্য, চাল আমদানির ক্ষেত্রে ২৮ শতাংশের মধ্যে ১০ শতাংশ ছিল আমদানি শুল্ক, ১৫ শতাংশ দেশীয় শিল্প রক্ষায় রেগুলেটরি শুল্ক এবং ৩ শতাংশ সম্পূরক শুল্ক ছিল।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2smi2lm

June 20, 2017 at 10:09PM
20 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top