নিজস্ব প্রতিনিধি: তিন দিন ধরে অন্ধকারে রয়েছেন সিলেটের ওসমানীনগরবাসী। যার কারণে রমজানে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার দুই লক্ষাধিক জনসাধারণকে। লোডশেডিং এবং যান্ত্রিক ত্রুটিতে প্রতিনিয়ত বিদ্যুৎ ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে।বিদ্যুৎ ভোগান্তি চরম আকার ধারণ করায় এলাকাবাসীর মনে চরম ক্ষোভ জন্ম নিয়েছে। মঙ্গলবার বিকেলে ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুতের দাবিতে তাজপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটক পড়ে। ওসমানীনগর থানা পুলিশের অনুরোধে প্রায় ২০ মিনিট পর অবরোধ তুলে নেয় তারা।গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি তাজ উদ্দিন পল্লী বিদ্যুতের ডিজিএম জহিরুল ইসলামের পদত্যাগ দাবী করে বলেন, গত তিন দিনে ২ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যায়নি। দায়িত্ব পালনে ডিজিএম চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, বিদ্যুৎ ভোগান্তির সইতে না পেরে গ্রাহকরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আমাদের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়।পল্লী বিদ্যুৎ কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার ত্রুটি সারিয়ে লাইন চালুর পর আবার ৩৩ কেভির লাইন ছিঁড়ে যায়। এই লাইন মেরামত করতে ৫-৬ ঘণ্টা সময় লাগতে পারে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2t1ctHu
June 14, 2017 at 03:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন