লন্ডন, ০২ জুন- জো রুটের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকা পড়লো তামিম ইকবালের দুরন্ত শতক। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। বাংলাদেশের দেয়া ৩০৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। রান তাড়া করে ১৬ বল ও ৮ উইকেট হাতে রেখে পাওয়া এ জয়ে নতুন রেকর্ড গড়ল ইংলিশরা। চ্যাম্পিয়নস ট্রফিতে রেকর্ড রান তাড়া করে জেতার এটি নতুন রেকর্ড। ম্যাচ শেষে তামিম ইকবালের ১২৮ রানের সেঞ্চুরির ওপর ভর করে ৩০৫ রানের সংগ্রহকে মামুলিই মনে হল। এর কারণ, ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ৬ রানের মাথায় জেসন রয়কে (১) সাজঘরে পাঠানোর পর যখন ইংলিশ শিবিরে শংকা জেগে উঠে আরেকটি পরাজয়ের। ওই সময় দলের হাল ধরেন জো রুট। দ্বিতীয় উইকেট জুটিতে জেসন রয়কে নিয়ে ১৫৯ রান সংগ্রহ করে দলকে শংকামুক্ত করেন। আর মরগানকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১৪৩ রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন। জো রুট ১২৯ বলে ১৩৩ রান করেন। তার ইনিংসটি ছিল ১১টি চার ও একটি ছক্কায় সাজানো। আর মরগান করেন ৬১ বলে ৭৫ রানের ঝলমলে ইনিংস। তবে এ ম্যাচে হতভাগা ব্যাটসম্যানের নাম অ্যালেক্স হেল। মাত্র ৫রান থেকে দূরে থেকে সাব্বিরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন এ ইংলিশ ব্যাটসম্যান। তার ৯৫ রানের ইনিংসটি ছিল ১১টি চার ও দুটি ছক্কায় সাজানো। বৃহস্পতিবার ওভালে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ইংলিশ অধিনায়ক। এর আগে তামিম-মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী। তৃতীয় উইকেট জুটিতে ১৬৬ রান যোগ করেন তামিম ও মুশফিক। তামিম ইকবাল ১৪২ বলে ১২৮ রান সংগ্রহ করেন। মুশফিকুর রহিম আউট হন ব্যক্তিগত ৭৮ রান সংগ্রহ করে। সৌম্য সরকার ৩৪ বলে ব্যক্তিগত ২৮ রান করে বেন স্টোকসের বলে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন তিনি। ওয়ানডাউনে নামা ইমরুল কায়েস ২০ বলে ১৯ রান করে আউট হন। শেষ দিকে সাব্বির রহমানের ঝড়ো ইনিংসে ৩শ রান পেরিয়ে যায় টাইগাররা। সাব্বির ১৫ বলে ২৪ রান করেন। এ ম্যাচে জেতার ফলে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল ইংলিশরা। আর/০৭:১৪/০২ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rwX9DY
June 02, 2017 at 02:33PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন