নয়াদিল্লি, ২৭ জুনঃ আগামী বছর থেকে ১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে নতুন আর্থিক বছর। অর্থাৎ ২০১৮ এর ক্যালেন্ডার ইয়ার শুরুর সঙ্গে সঙ্গে শুরু হবে আর্থিক বছর। সেই অনুযায়ী আগামী বছরের জন্য বাজেট পেশ হতে চলেছে এবছরই নভেম্বরের শুরুতে।
সূত্রের খবর, মোদি সরকার ১৫০ বছরের পুরনো প্রথা ভেঙে দিয়ে নতুন প্রথা চালু করতে চলেছে খুব শিগগিরই।
গতবছর আর্থিক বছর বদল করা সম্ভব কিনা এবং এর প্রভাব খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করেন প্রধানমন্ত্রী। ডিসেম্বরে কমিটি তার রিপোর্ট জমা দেয়। এরপরই এপ্রিলে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সংক্রান্ত বদলের ব্যাপারে বলেন। সূত্রের খবর, ২০১৮ থেকেই হবে বদল।
উন্নত দেশগুলোতে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়েই আর্থিক বছর শুরু হয়। এবার ভারতও যোগ দিতে চলেছে সেই দলে। ফলে অর্থনৈতিক দিকে অনেকটাই পরিবর্তন আসতে চলেছে ভারতে। এর ফলে সুবিধা হবে বহুজাতিক সংস্থাগুলির। কারণ বাইরের দেশে তাদের আর্থিক বছরের সঙ্গে এদেশের আর্থিক বছরের তারতম্য থাকায় আলাদা হিসেব রাখতে হত। কিন্তু এবার থেকে তার প্রয়োজন হবে না। ফলে জানুয়ারি-ডিসেম্বর সাইকেলে চলা বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতের অর্থনীতি সমান্তরালে চলবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sMw6oC
June 27, 2017 at 06:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন