লন্ডনে হামলার ঘটনায় সেখানে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

aইউরোপ ::লন্ডন ব্রিজে হামলার ঘটনায় সেখানে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ইতোমধ্যে সেই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন তিনি।

রোববার সকালে সরকারি জরুরি বৈঠকে বসবেন তিনি। মে বলেন, ‘পুলিশ ও নিরাপত্তা কর্মীদের তথ্য অনুযায়ী আমরা একে সন্ত্রাসী হামলা বলতে পারি। খুব দ্রুতই এর তদন্ত চলছে। পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই।’

এছাড়া এই ঘটনায় শোক জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘লন্ডনে হতাহতদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা। দ্রুত পদক্ষেপ নেওয়ায় ধন্যবাদ।’

এই হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলায় আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার রাতে যুক্তরাজ্যের লন্ডনে ব্রিজে একটি ভ্যানের ধাক্কায় কয়েকজন পথচারী আহত হন। পরে ওই ভ্যান থেকে চারজন ব্যক্তি বড় আকারের ছুরি নিয়ে নেমে পড়ে।

ব্রিজের নিকটবর্তী বরো মার্কেটে কয়েকজনকে ছুরিকাঘাত করে ভ্যান থেকে নেমে আসা ব্যক্তিরা। তাদের ‍উপর গুলি চালায় পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডন ব্রিজের কাছে তিনটি জায়গায় অবস্থান করছে পুলিশ। বরো মার্কেটে প্রত্যক্ষদর্শীরা জানায়, এক ব্যক্তি প্রায় ১০ ইঞ্চির ছুরি নিয়ে একজনকে কোপাতে থাকে। অন্তত তিনবার ছুরিকাঘাত করা হয় ওই ব্যক্তিকে। এরপর হামলাকারী সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ গুলি চালিয়ে একাধিক হামলাকারীকে দমন করে।

এর কিছুক্ষণ আগেই লন্ডন ব্রিজে আনুমানিক ৫০ কিলোমিটার বেগে আসা একটি সাদা ভ্যান হঠাৎ করেই পথচারীদের উপর চলে আসে। এর পরপরই সেখানে পুলিশ অবস্থান নেয়। তবে এখনও নিহতের কোনও খবর জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাড়ির ধাক্কায় অন্তত ৫-৬ জন আহত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশ জানায়, তারা এই ঘটনা খতিয়ে দেখছে। এখন পর্যন্ত আহত ৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্রিজটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এর আগে ২০১৬ সালে ফ্রান্সের নিসে একটি ট্রাকহামলায় অনেক মানুষ মারা গিয়েছিলেন। ২০১৪ সালে ফ্রান্সের নান্তেস ও ডিজনে একই ধরনের দুটি হামলা হয়।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qTJ5AF

June 04, 2017 at 01:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top