সুরমা টাইমস ডেস্ক : গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কে এক বাংলাদেশি কূটনীতিক গ্রেপ্তারের পর এবার একই ধরনের অভিযোগে সেখানে জাতিসংঘে কর্মরত একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার বাংলাদেশি ম্যানহাটনে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির একটি প্রকল্পের পরিচালক হামিদুর রশীদ।
হামিদুর রশীদের বিরুদ্ধে ভিসা জালিয়াতি, বিদেশি কর্মী নিয়োগ চুক্তিতে জালিয়াতি এবং পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ম্যানহাটন ফেডারেল কোর্টে মঙ্গলবার তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। বিকেলেই তার আদালতে হাজির হওয়ার কথা বলে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের এক মুখপাত্র জানিয়েছেন।
এর আগে গত সোমবার নিউ ইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয় গৃহকর্মীকে নির্যাতন এবং মজুরি চাওয়ায় হত্যার হুমকির অভিযোগে। পরে ৫০ হাজার ডলার বন্ডে জামিনে মুক্তি পান তিনি।
হামিদের বিরুদ্ধে অভিযোগ, সপ্তাহে ৪২০ ডলার মজুরিতে গৃহকর্মী নিয়োগের চুক্তি করে তার ভিসার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে চুক্তিপত্র দাখিল করেন। ২০১৩ সালের জানুয়ারিতে গৃহকর্মী যুক্তরাষ্ট্রে পৌঁছালে হামিদ নতুন একটি চুক্তিতে তার সই নেন, যেখানে সাপ্তাহিক মজুরি ২৯০ ডলার লেখা হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sq04P7
June 21, 2017 at 06:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন