সুরমা টাইমস ডেস্ক : বরাবরই বিষয় বৈচিত্র্যে ঠাসা থাকে ‘ইত্যাদি’। তাই বলা হয় অনেক অনুষ্ঠানের স্বাদ ইত্যাদি’র একটি অনুষ্ঠান দেখলেই পাওয়া যায়। শুধু বিনোদনই নয়, বিনোদনের মাধ্যমে শিক্ষা-এ কথাটি কেবল ইত্যাদি’র ক্ষেত্রেই প্রযোজ্য। প্রতিবারের মত এবারের ঈদের ইত্যাদি’তেও রয়েছে একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ। ইত্যাদি’তে অনেক বড় বড় গল্প, ছায়াছবি ছোট্ট পরিসরে চমৎকারভাবে ইতোপূর্বে দেখানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদ আয়োজনে দেখা যাবে আমাদের দেশের বিশেষ করে ঢাকা শহরের বর্তমান নানান সমস্যা নিয়ে ৫ বিখ্যাত ও আলোচিত চরিত্রের সংলাপ। চরিত্রগুলো কাল্পনিক না হলেও অবস্থাটা কাল্পনিক। আর এই আলোচিত মানুষদের কাল্পনিক চরিত্রগুলোতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় পাঁচজন অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মীর সাব্বির, চঞ্চল চৌধুরী ও অপূর্ব। পর্বটি যেমন মজার তেমনি এর মধ্য দিয়ে উঠে এসেছে অনেক সমাজচিত্র ও সামাজিক অসঙ্গতি। ইত্যাদি’র নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সুত্রে জানা গেছে, এই পর্বটি এবারের ঈদের ইত্যাদি’র অন্যতম আকর্ষণীয় একটি পর্ব হবে। এই পাঁচজন তারকাই বেশ আন্তরিকতার সঙ্গে পর্বটিতে অভিনয় করেছেন। গত ২৩শে মে প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিতিতে এর ধারণ সম্পন্ন হয়। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজী সংবাদের পর। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2qHfjPv
June 01, 2017 at 04:14AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন