মুম্বাই, ২২ জুন- একাধিক সুপারহিট বলিউড সিনেমা উপহার দিয়েছেন আলিয়া ভাট। এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তিনি। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন তালওয়ার ছবির খ্যাতনামা পরিচালক মেঘনা গুলজারের সিনেমায়। এই ছবিতে ভারতের সেনাবাহিনীর গুপ্তচর রূপে দেখা যাবে আলিয়াকে। ভারত পাকিস্তানের অস্থির সময়ের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ছবিটি। ছবির কাহিনী জুড়ে রয়েছে ঐতিহাসিক এক যুদ্ধ। গুপ্তচর আলিয়া বিয়ে করেন পাকিস্তানের সেনাবাহিনীর এক কর্মকর্তাকে। এতে আলিয়ার বিপরীতে এই কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন মাসান এবং রামান রাঘব ছবির অভিনেতা ভিকি কৌশল। জানা গেছে ছবির কাহিনী গড়ে উঠেছে সত্য ঘটনা থেকেই। হরিন্দর শিকের বই কলিং সামেট অবলম্বনে রচিত হয়েছে এর চিত্রনাট্য। সেখানে এক পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। ভারতীয় গুপ্তচর হয়ে পাকিস্তানের একের পর এক গোপন সংবাদ পৌঁছে দিতে দেখা যাবে তাকে। ছবির শুটিং শুরু হবে শিগগিরই। তবে এর আগে পরিচালক সকল অভিনেতাদের নিয়ে সপ্তাহ খানেকের কর্মশালা করাচ্ছেন বলে জানা গেছে। পাঞ্জাবের আঞ্চলিক ভাষা আর উচ্চারণ শিখতে হচ্ছে অভিনয় শিল্পীদের। সূত্র: ডেকান ক্রনিকলস আর/১৭:১৪/২২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rZfgPz
June 23, 2017 at 01:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top