শনিবার লিওনেল মেসি ৩০-এ পা দিলেন। বিশ্বব্যাপী ফ্যানেরা সেলিব্রেট করছে আর্জেন্টাইন রাজপুত্রর জন্মদিন। আর এদিনই তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো করে ফেললেন দুর্দান্ত একটা রেকর্ড। এদিন নিউজিল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে কনফেডারশেনস কাপের শেষ চারে উঠেছে পর্তুগাল। এদিন পর্তুগালের হয়ে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, বার্নাডো সিলভা, আনদ্রে সিলভা ও নানি। রোনালদোর পেনাল্টিতে গোল করেই খাতা খোলেন। আর এই গোলের সুবাদেই সিআর সেভেনের দখলে চলে এল ইউরোপিয়ান হিসেবে দেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোল করার নজির। পর্তুগালের হয়ে ১৪২ ম্যাচ খেলে ৭৫ গোল করে ফেললেন। হাঙ্গেরির স্যান্ডোর কোসিসের সঙ্গেই এক আসনে বসলেন তিনি। যদিও এই তালিকায় শীর্ষেই রয়েছেন ফেরেন পুসকাস। হাঙ্গেরিয়ান এই কিংবদন্তির দখলে ৮৫টি গোল। ২০১৬-১৭ মরশুমে দেশ ও ক্লাব মিলিয়ে রোনাল্ডো ৫৫ ম্যাচে ৫৬ গোল করা হয়ে গেল চারবারের ব্যালন ডিঅর জয়ী ফিফা বেস্টের। আর/০৭:১৪/২৫ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rOLOMZ
June 25, 2017 at 02:19PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন