৩০টি উপগ্রহ সহ কার্টোস্যাট-২ এর সফল উত্‍‍ক্ষেপণ ইসরোর

শ্রীহরিকোটা, ২৩ জুনঃ ইসরোর তত্ত্বাবধানে সফলভাবে উত্‍‍ক্ষেপণ করা হল ভারতের ষষ্ঠ আই ইন দ্য স্কাই নামক উপগ্রহটি। শুক্রবার সকাল ৯.২৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকাটো থেকে ৩০টি স্যাটেলাইট নিয়ে পিএসএলভি সি-৩৮ মহাকাশযানটি সফলভাবে মহাকাশে পাড়ি দিল।

যে ৩০ টি ন্যানো স্যাটেলাইটের মধ্যে ২৯টি স্যাটেলাইটই অন্য দেশের। একটি স্যাটেলাইট তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার নুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তৈরি। ৭১২ কেজির এই স্যাটেলাইট তার উন্নতমানের ক্যামেরার সাহায্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিভিন্ন এলাকা পর্যবেক্ষণে সক্ষম। এছাড়া সীমান্তবর্তী এলাকায় নজরদারির মাধ্যমে উন্নতমানের ছবি পাঠাতেও সক্ষম। কার্টোস্যাট-টু ভারতকে ৫০০ কিমি দূরত্ব থেকে প্রদক্ষিণ করবে।

কার্টোস্যাট-টু উপগ্রহটি বয়ে নিয়ে গেছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এটা হল ৪৪ মিটার লম্বা, ৩২০ টন রকেটের ৪০তম ফ্লাইট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tVZoPx

June 23, 2017 at 05:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top