সন্ত্রাসী হামলার পর রানি এলিজাবেথের নিরাপত্তা নিয়ে শঙ্কা

Captureইউরোপ ::

লন্ডন ও ম্যানচেস্টার শহরে পরপর সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো আতঙ্ক বিরাজ করছে ব্রিটেনবাসীর মনে। দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথও (৯১) তার বাইরে নন।

সেটির প্রমাণও মিলেছে। পরপর সন্ত্রাসী হামলার পর আগের তুলনায় রানীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।   এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বার্কশায়ার রেসকোর্সে আয়োজিত লেডিস ডেতে অংশ নেন রানি।

জমকালো ওই আয়োজিত সবকিছুই ঠিকঠাকই ছিল। কিন্তু রাণীর আশেপাশে সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের আনাগোনা একটু বেশিই চোখে পড়ছিল। আগের তুলনায় রাজকীয় নিরাপত্তারক্ষীরা যতটকু সম্ভব রাণী এলিজাবেথের কাছাকাছি থাকার চেষ্টা করেছিলেন।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2tW1Yoq

June 23, 2017 at 04:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top