হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় খোয়াই নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে।
বুধবার বিকেল ৩টায় শহরের মাছুলিয়া পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচে অবস্থান করছিল। উজানে ভারতে বৃষ্টিপাত থেমে যাওয়ায় এবং পাহাড়ি ঢল না আসায় নদীর পানি মঙ্গলবার বিকেল থেকে কমতে শুরু করে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাটি এলাকায় অবস্থিত খোয়াই নদীর ডুবন্ত বাঁধের মধ্যে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর, শাহপুর ও বড়কান্দি এলাকায় বাঁধ ভেঙ্গে যায়। এসব ভাঙ্গন দিয়ে খোয়াই নদীর পানি হাওরে ছড়িয়ে পড়ায় নদীর পানি দ্রুত হ্রাস পায়।
উল্লেখ্য, খোয়াই নদীর পানি গত রোববার রাতে আশংকাজনভাবে বৃদ্ধি পেতে থাকে। সোমবার রাতে নদীর পানি বিপদসীমার ২৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এসময় নদীর শহর প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গনের আশংকা দেখা দেয়। যার ফলে শহরবাসীর মধ্যে আতংক দেখা দেয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rR1TWM
June 21, 2017 at 07:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন