কৃষি প্রশিক্ষণ শিবির

ঘোকসাডাঙ্গা (কোচবিহার), ২১ জুনঃ বুধবার মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতার পুটিমারিতে কৃষি দপ্তরের উদ্যোগে আতমা প্রকল্পধীন একদিনের কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ২ ব্লকের সহ-কৃষি অধিকর্তা মলয় কুমার মন্ডল, সহ উদ্যান ও পালন অধিকর্তা প্রিয়রঞ্জন সান্নিগ্রাহি, অশোক কুমার দে প্রমুখ।

মাথাভাঙ্গা ২ ব্লকের সহ-কৃষি অধিকর্তা মলয় কুমার মন্ডল জানিয়েছেন, এদিন শিবিরে ধান, ভুট্টা সহ বিভিন্ন শাকসবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও কেঁচো সার তৈরি ও তার ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tOcaQ1

June 21, 2017 at 10:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top