৩২টি মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি, ৪ জুনঃ একসঙ্গে ৩২টি মেডিক্যাল কলেজের স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো না থাকার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য তথা পরিবার কল্যাণ দপ্তরের যুগ্ম সচিব অরুণ সিংহল। তাঁর দাবি, সবদিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজগুলি সিকিউরিটি ডিপোজিত বাবদ যে ২ কোটি টাকা করে জমা রেখেছে তাও বাজেয়াপ্ত করার সিদ্ধানত নিয়েছে সরকার। প্রশাসনিক সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্র ভরতিতে অনিয়মের অভিযোদ উঠছিল। খোঁজ নিয়ে দেখা যায়, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে সেখানে। তাই শেষ পর্যন্ত স্বীকৃতি বালিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৬ সালে সুপ্রিমকোর্টের নির্দেশে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার (এমআইসি) কাজকর্ম খতিয়ে দেখতে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠিত হয়েছিল। তারা দেশের চিকিত্সা ব্যবস্থা তথা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বেশ কিছু সুপারিশ করেন। সেসময় এমআইসি ১০৯টি নতুন মেডিক্যাল কলেজের মধ্যে মাত্র ১৭টি কলেজকে ছাত্র ভরতির অনুমোদন দিয়েছিল। কিন্তু আদালত নিযুক্ত কমিটি আরও ৩৪টি কলেজকে শর্তসাপেক্ষে সেই অনুমতি দেয়। এরপরেও ৩২টি প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের ফলে ঘোর সংকটে প্রায় ৪ হাজার পড়ুয়া।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rTBIOI

June 04, 2017 at 09:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top