কলকাতা, ১৯ জুন- আমি জানি না, আমি চিনি না, পুরোটাই বিজেপির রাজনৈতিক অভিসন্ধি, রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী ঘোষণা প্রসঙ্গে নেদারল্যান্ডস যাবার পথে দুবাই এয়ারপোর্টে এমন মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার সকালেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করে এনডিএ। বিহারের বর্তমান রাজ্যপাল ও দলিত নেতা রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্কার জানিয়ে দেন যে, বিজেপির সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া নিয়ে কোন আলোচনা হয় নি৷ তিনি আরও জানান, সবাই মিলে প্রণববাবুর মতো কাউকে রাষ্ট্রপতি করলে ভালো হতো৷ দলিত প্রার্থী দিয়ে বিজেপি পলিটিক্যাল পারপাসে খাওয়াচ্ছে বলে আজ দুবাই এয়ারপোর্টে পরিস্কার জানিয়ে দেন মমতা৷ তিনি আরও জানান, বিজেপি ও তার সহযোগী দলগুলি ছাড়া বাকি দলগুলিকে নিয়ে আগামী ২২ জুন তারিখে বৈঠক হবে৷ ওই বৈঠকেই ঠিক হবে, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের তরফ থেকে কোন প্রার্থী দেওয়া হবে কিনা৷ সূত্রের খবর, রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থীর জন্য সমর্থন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অরূণ জেটলি৷ জানি না চিনি না, কি করে সমর্থন করবো, পরিস্কার জানিয়ে দেন মমতা৷ মমতা পরিস্কার আজ জানিয়ে দেন, প্রণববাবু, লালকৃষ্ণ আদবাণী বা সুষমা স্বরাজকে প্রার্থী করলে তিনি ভেবে দেখতেন সমর্থন করার ব্যপারে৷ সবাই মিলে একজন প্রার্থী দেবার ব্যপারে বিজেপির সঙ্গে কথা হয়েছিল বলে আজ জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলাই যায়, রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মমতা৷ নাম শুনে তিনি অবাক হয়ে যাচ্ছেন বলে আজ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ যাকে দিয়ে দেশের কাজ হবে, তাকেই রাষ্ট্রপতি করা উচিত বলে সাফ জানান তিনি৷ ২২ জুন বিরোধীদের বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত হয় সেটাই এখন দেখার৷ তবে এবার আর সর্বসম্মত রাষ্ট্রপতি প্রার্থী হবে না বলেই রাজনৈতিক মহলের ধারণা৷



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rNcCwc
June 20, 2017 at 03:37AM
19 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top