সুরমা টাইমস ডেস্ক : ভারতে সোমবারেই একই ঢঙে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় দুই জওয়ান আহত হয়েছিলেন। যদিও সেই আঘাত খুব গুরুতর ছিল না। রবিবারে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছিল জঙ্গিরা। আবারও কাশ্মীরে সেনা ছাউনিতে হামলা চালাল জঙ্গিরা। মঙ্গলবার সন্ধ্যায় জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড ছোঁড়ে একদল জঙ্গি। এই ঘটনায় নয় জওয়ান জখম হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যা ৬টা বেজে পাঁচ মিনিট নাগাদ সিআরপিএফ ক্যাম্পের ভিতরে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। ক্যাম্পের ভিতরেই বিস্ফোরণ ঘটে ওই গ্রেনেডের। বিস্ফোরকের স্প্লিনটারে মারাত্মকভাবে জখম হন ক্যাম্পের ভিতরে থাকা সিআরপিএফ জওয়ানেরা। জানা গিয়েছে, এই ঘটনায় নয় জওয়ান জখম হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা বেশ আশংকাজনক।
আহত জওয়ানদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিআরপিএফের ১৮০ ব্যাটেলিয়নের যে ক্যাম্পে হামলা হয়েছে সেটি ঘিরে রেখেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে সমগ্র এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2t1sjle
June 14, 2017 at 06:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন