সুুরমা টাইমস ডেস্ক:
সিনেমার ইতিহাসে নতুন ইতিহাস গড়েছে আমির খানের ‘দঙ্গল’। ভারতে মুক্তির বেশ কিছুদিন আগে চীনে মুক্তি পায় ছবিটি। মুক্তির পর চীনে ব্যাপক সাড়া ফেলে দেয় মহাবীর সিং ফোগাটের জীবন নিয়ে তৈরি এই ছবি। চীনের হাত ধরেই বক্স অফিসে নতুন নতুন মাইলফলক ছুঁয়ে চলেছে দঙ্গল। তবে শুধুই বক্স অফিস নয়, দর্শক থেকে শুরু করে সমালোচক সকলেরই মন ছুঁয়ে গিয়েছে এ ছবি।
ফোর্বসের প্রতিবেদন অনুসারে, ভারতে দঙ্গল এর বক্স অফিস কালেকশন ছিল ২০০ কোটি। সারা বিশ্বজুড়ে এই ছবি ঘরে তোলে আরও ৮০০ কোটি। সোমবার (২৬ জুন) সেই তালিকায় হয়েছে নতুন সংযোজন। চীনে ছবি মুক্তির ৫৩তম দিনে এই ছবি ব্যবসা করেছে ২.৫ কোটি টাকা। আর সেই আড়াই কোটি দিয়েই দঙ্গল চীনে ৩৯০ কোটি রুপি কামিয়ে এর মোট বক্স অফিস কালেকশন ছুঁয়ে ফেলল ২০০০ কোটি রুপির মাইলস্টোন। এই প্রথম কোনো ভারতীয় ছবি নাম লেখাল ২০০০ কোটির ক্লাবে।
বক্স অফিসের নিরিখে বিশ্ব সিনেমার ইতিহাসে সেরা বিশের মধ্যে ১৬ নম্বর স্থানে উঠে এসেছে দঙ্গল। ইংরেজি ভাষার ছবি বাদ দিয়ে বক্স অফিসের নিরিখে এটি সেরা পঞ্চম ছবি। হলিউডের ছবি বাদ দিয়ে দঙ্গল একমাত্র ছবি যা এতটা প্রভাব ফেলেছে চীনা বক্স অফিসে। এখনও চীনজুড়ে দারুণ ব্যবসা করছে এই ছবি। ভবিষ্যতে আরও কত রেকর্ড ভাঙে এই ছবি, সেটিই এখন দেখার অপেক্ষা।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2slIKHS
June 28, 2017 at 06:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন