বরুড়ায় ধর্ষণ মামলা, গ্রেফতার ২

বিএম মহসিন ● বরুড়ায় ধর্ষণের অভিযোগে সুমন (৩৫) ও রবিউল হোসেন (২০) নামের দুই যুবককে আটক করেছে বরুড়া থানা পুলিশ। জানা যায়, উপজেলার চিতড্ডা গ্রামের এক তরুণীকে (২০) শুক্রবার অনুমান রাত ৮ ঘটিকার দিকে একই গ্রামের বাহার মিয়ার ছেলে সুমন, মমিন মিয়ার ছেলে রবিউল, আমির হোসেনের ছেলে তাজুল ইসলাম, ডাঃ মনিরের ছেলে কাউসার একই গ্রামের খালে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এবং তার গায়ের জামা কাপড় ছিড়ে ফেলে।

তার চিৎকার শুনে তার ভাই ও স্থানীয় লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে। এসময় তার ভাই ধর্ষকদের চুরির আঘাতে ডান হাতের তর্জুনি আংগুল আঘাত প্রাপ্ত হয়। এ বিষয়ে আমেনা আক্তার বাদী হয়ে বরুড়া থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে সাথে সাথে দুইজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব মোর্শেদ বলেন, ২ জনকে আটক করা হয়েছে, বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

The post বরুড়ায় ধর্ষণ মামলা, গ্রেফতার ২ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2s8CNkN

June 10, 2017 at 08:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top