লন্ডন, ০১ জুন- বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। টুনামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে টাইগাররা। টস জিতে মাশরাফি বাহিনীকে ব্যাটিয়ে পাঠায় ইংলিশ অধিনায়ক এউইন মরগান। টস হেরে ব্যাট করতে নামে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটির সতর্ক জুটিতে উড়ন্ত সূচনা করে টাইগাররা। ৫৬ রানে গিয়ে থামে ওপেনিং জুটি। ১২তম ওভারে বোলিংয়ে এসে ইংল্যান্ডকে সাফল্য এনে দিলেন বেন স্টোকস। অফস্ট্যাম্পের বাইরের বলে আপার কাট করতে গিয়ে ডিপ কভারে ক্যাচ দেন সৌম্য সরকার। ৩৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন সৌম্য। সৌম্য সরকার আউট হওয়ার পর তামিমকে সঙ্গে নিয়ে ৩৯ রানের জুটি গড়েছিলেন ইমরুল কায়েস। দারুণ ব্যাটিং করছিলেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। ২০তম ওভারে এ জুটি ভাঙেন লিয়াম প্ল্যাঙ্কেট। ডাউন দ্যা উইকেটে এসে মিড অফে ক্যাচ দেন ১৯ রান করা ইমরুল। বাম দিকে ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন উড। এদিকে নিজের অর্ধশত তুলে নিয়েছেন তামিম ইকবাল। জুটি বেঁধেছেন মুশফিকের সাথে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫০ রান। ক্রিজে আছেন তামিম (৭১) ও মুশফিক(২৯)। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি। ওভাল থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছেগাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-১। বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল। ইংল্যান্ড দল: এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জেক বল, জস বাটলার, অ্যালেক্স হেলস, লিয়াম প্ল্যাঙ্কেট, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড। আর/১৭:১৪/০১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qJqDux
June 01, 2017 at 11:35PM
01 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top