উপশহরের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর উপশহরের বহুতল ভবনের ৫ম তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর উপশহরের মাল্টিপ্ল্যান ১৪ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম জুনায়েদ সিদ্দিক (২৩)। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জিন্দাইর গ্রামের ডাঃ মোহাম্মদ আলী ও আমেনা খাতুনের ছেলে।
নিহত জুনায়েদ মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ লামাবাজার শাখার অনার্স (বাংলা) ২য় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের বড় ভাই হাবিব আহমদ জানান, তিনি এলটেকো থাই এন্ড এলুমিনিয়ামের কাছ থেকে এই বহুতল ভবনের কন্ট্রাক্টে কাজ আনেন। তাই তার ছোট ভাই জুনায়েদ তার কাজের সাহায্য করতে মাল্টিপ্ল্যানের পঞ্চম তলাতে থাই গ্লাসের কাজ করছিলো। কাজ করার সময় হঠাৎ মইয়ের বাঁশ ভেঙে নিচে পরে যায় সে। পরে সাথে সাথে তাকে ওসমানী মেডিকেলে নিয়ে আসা হয়।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, থাই গ্লাসের কাজ করতে গিয়ে একজন শ্রমিক বাঁশ ভেঙে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার লাশ এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rgUYAL

June 10, 2017 at 07:21PM
10 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top