লন্ডন, ১৫ জুন- যে কোনো টুর্নামেন্টে বড় দলের সাথে খেলার বাড়তি উত্তেজনা থাকে। সেটি যদি আবার বড় আসরের সেমি-ফাইনালে ওই টুর্নামেন্টেরই বর্তমান চ্যাম্পিয়নের সাথে হয় তাহলে তো কথাই নেই! তার ওপর এই ভারত দলের সাথে দারুণ এক ক্রিকেট মাঠের শত্রুতা এখন বাংলাদেশের। ফাইনাল থেকে এক ধাপ দূরে থাকার রোমাঞ্চই কি ৩১ রানে এজবাস্টনে কেড়ে নিল বাংলাদেশের দুই উইকেট! সৌম্য সরকার শূন্য হাতে ফেরার পর সাব্বির রহমান বিদায় নিয়েছেন ২১ বলে ১৯ করে। মুশফিকুর রহীম এসেই টানা তিন বাউন্ডারি মেরে ম্যাচের উত্তেজনা আরো বাড়িয়ে দিলেন। এই প্রতিবেদন লেখার সময় ১২ ওভারে ২ উইকেটে ৪৯ রান বাংলাদেশের। তামিম ইকবাল ও মুশফিকুর রহীম সমান ১২ রানে ব্যাট করছেন। টসের কয়েনটা ছুড়লে মাশরাফি বিন মুর্তজা হেরে যান প্রায়ই! এবারও ছুড়লেন। হারলেন। বিরাট কোহলি ফিল্ডিং নিলেন। মাশরাফি বললেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিংয়ে যেতেন না। টাইগারদের মনে ভয় ঢুকিয়ে আবার খেলার শুরুর আগে এক পশলা বৃষ্টি। নির্ধারিত সময়ের মিনিট দশেক পর তাই শুরু খেলা। ইনফর্ম তামিম ইকবাল সিঙ্গেল নিয়ে অন্যপ্রান্তে। ব্যর্থতা টেনে এনে এখানেও ১ রানে ১ উইকেট হারানো দল সৌম্য বানিয়ে যান। ভুবনেশ্বর কুমারের অ্যাঙ্গুলার বল। স্টাম্পের বাইরে থেকে রোমাঞ্চে ভর না করলে বলটা কেন টেনে আনবেন সৌম্য। সৌম্যর ০ রোমাঞ্চে টান ধরাতে পারে না। সাব্বির রহমান এসেই বাউন্ডারি মারেন জসপ্রিত বুমরাহকে। অন্যপ্রান্তে তামিম দেখে চলেন সাব্বিরের খেলা। দ্রুত ছোটেন ওয়ান ডাউনের ব্যাটসম্যান। ৪টি বাউন্ডারি মেরে ফেলেন। রান হয়ে যায় ১৯। কিন্তু ভুবনেশ্বর তো ফর্মে। তাকে কাট করতে গিয়ে সেই রোমাঞ্চেই হয়তো ঠিক মেলাতে পারেন না সাব্বির। নইলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ওভাবে ফিল্ডারের হাতে কেন তুলে দেবেন বল? ১৯ রান করে বিদায়। ৩১ রানে ২ উইকেট পড়ে বাংলাদেশের। প্রথম ম্যাচে তামিমের সাথে ১৬৬ রানের জুটি গড়েছিলেন মুশফিক। খেলেছিলেন ৭৯ রানের সেঞ্চুরির চেয়ে দামি ইনিংসে। পরের দুই ইনিংসে হলো না কিছু। কিন্তু এবার আরো বড় ম্যাচ। মুশফিকের রানের শুরু বাউন্ডারি দিয়ে। ভুবনেশ্বরের টানা ৩ বলে ৩ বাউন্ডারি। তামিম অনেক শান্ত। দুদলই এই ম্যাচে তাদের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ। আর/১৭:১৪/১৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2svBWvF
June 15, 2017 at 11:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top