লন্ডন, ১৫ জুন- চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশ। এজবাস্টনে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশ আইসিসির দ্বিতীয় বৃহত্তম আসরের ফাইনাল খেলার গৌরব অর্জন করবে। ইতিমধ্যে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। তবে বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশ কী পারবে পাকিস্তানের সঙ্গী হতে? এমন প্রশ্ন প্রত্যেক বাংলাদেশির মনে। তবে গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে বাংলাদেশ যেভাবে হারিয়েছে, সেটা দেখে সতর্ক ভারত। কিন্তু কাঙ্ক্ষিত জয় পেতে হলে এই ম্যাচে টাইগার বোলারদের জ্বলে উঠতে হবে। বিশ্বকাপের পর থেকে ভারতের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে। দুটি দলই ১১টি করে ম্যাচ জিতেছে। তবে এই সময়ে ভারত ১৩টি আর বাংলাদেশ ১০টি ম্যাচে হেরেছে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, বাংলাদেশ সত্যিকার অর্থেই তাদের ক্রিকেটে দারুণ উন্নতি করেছে। বেশ কয়েকজন আছেন যারা দায়িত্ব নিয়ে খেলছেন। তাদের সেমিফাইনালে ওঠা বিস্ময়কর কিছু নয়। নিজেদের দিনে বাংলাদেশ ভয়ংকর, সেটি সবারই জানা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলনেতা মাশরাফি মর্তুজা বলেন, আমরা জানি, নিজেদের দিনে আমরা যেকোনো কিছুই করতে পারি। বাংলাদেশ দল (সম্ভাব্য) তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। ভারতীয় দল (সম্ভাব্য) রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবীচন্দন অশ্বিন ও জসপ্রিত বুমরা। আর/১৭:১৪/১৫ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2srFtu2
June 15, 2017 at 08:47PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন