৮মাসের শিশু খুন, মা গ্রেফতার

খাইয়ে দিয়েছে, আহারে আমার বাবা লাবিব” আমি কাকে চুমু দিবো”এইভাবেই বিলাপ করতে থাকেন চকপাড়া গ্রামের মৃত মো. মোয়াজ্জম হোসেন খানের ছেলে হারুন অর রশীদ খান তার একমাত্র শিশু সন্তানের লাশ বুকে জড়িয়ে।
গাজীপুরের শ্রীপুরে বুধবার রাতে ৮মাসের শিশু সন্তান আদনান লাবিব সাদকে ফিডারের দুধের সাথে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে পাষন্ড মা নামের কলঙ্ক এক নারীর বিরুদ্ধে।
জানা যায়, আড়াই বছর আগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার সোনা রং গ্রামের করিম মিয়ার মেয়ে সামিয়া আক্তার বিথির সাথে পারিবারিকভাবে বিয়ে হয় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের হারুন-অর রশিদ খানের। বিয়ের পর ভালই কাটছিল তাদের দাম্পত্য জীবন। ৮ মাস আগে তাদের সংসার আলো করে জন্ম নেয় ফুটফুটে চাদের মতো ছেলে সন্তান। আদর করে নাম রাখে আদনান লাবিব সাদ। সাদ হওয়ার পর থেকেই হারুন-বিথি দম্পতির মধ্যে পারিবারিক নানা বিষয়াদি নিয়ে মাঝে-মধ্যেই কলহ-বিরোধ লেগেই থাকতো। গতকাল বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। হারুন পেশায় পোল্ট্রি ব্যবসায়ী। সে খামারের কাজ শেষ করে স্ত্রীর সাথে ঝগড়ার কারণে অভিমান করে না খেয়েই ওপাশ ঘুরে শুয়ে পড়ে। কিন্তু স্ত্রী তাকে বলে দেখো তোমার ছেলের যেনো কী হয়েছে বমি করেছে, শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে। হারুন তাৎক্ষণিক তাকিয়ে দেখে তার ছেলের মুখে ফ্যানা এ দৃশ্য দেখেই সে ডাক চিৎকার শুরু করে। এ সময় বাড়ির ও আশ-পাশের সবাই ছুটে আসে এবং হাসপাতালে নেয়ার আগেই শিশুটি মারা যায়।
খবর পেয়ে পুলিশ রাতেই শিশুর লাশ উদ্ধার ও তার মা বিথিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথি দুধে বিষ মিশিয়ে তার সন্তানকে হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিথির বক্তব্যনুযায়ী পুলিশ জানায়, বিথি খুবই খিটখিটে ও বদমেজাজী স্বভাবের। বুধবার রাতে ঝগড়ার পর স্বামী ঘর থেকে বেরিয়ে গেলে বিথি রাত আনুমানিক ১০-১১টার দিকে ঘরে থাকা কীট নাশক দুধের ফিডারে মিশিয়ে সাদকে খাইয়ে দেয়। এর কিছু সময় পরই সাদ বমি করে ও মারা যায়। কিন্তু সাদ এত দ্রুত মারা যাবে এটা বুঝতে পারেননি বলে জানায় বিথি।
এ ঘটনায় সাদের বাবা মো. হারুন অর রশিদ খান বাদি হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে আটক বিথিকে আদালতে পাঠানো হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2roUKJO

June 01, 2017 at 11:03PM
01 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top