মোদি-ম্যাক্রোঁ বৈঠক, আলোচনা হল সন্ত্রাসবাদ ও জলাবায়ু নিয়ে

প্যারিস, ৩ জুনঃ চতুর্দেশীয় সফরের শেষ দেশ ফ্রান্সে পৌঁছে নরেন্দ্র মোদি নবনির্বাচিত সর্বকনিষ্ঠ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে বৈঠক করেন আজ। এলিসি প্রাসাদে দুজনের আলোচনার পর যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন বিশেবর কাচে সবচেয়ে বড়ো দুটি চ্যালেঞ্জ হল জলবায়ু ও সন্ত্রাসবাদ। ফরাসি প্রেসিডেন্টও জানান, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী লড়াই পূর্ণ সমর্থন করে ফ্রান্স। আজকের আলোচনায় কৌশলগত সম্পর্ক জোরদার করা, সন্ত্রাস দমন, জলবায়ু বদলের মতো বিষয় উঠে আসে।

রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক, সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক আর্থিক সম্মেলনের পর ফ্রান্স এসেছেন প্রধানমন্ত্রী। তার আগে তিনি জার্মানি, স্পেনেও গিয়েছিলেন।

প্রসঙ্গত, ভারতের নবম সর্ববৃহত্ বিনিয়োগ পার্টনার ফ্রান্স। প্রতিরক্ষা, মহাকাশ, পরমাণু ও পুনর্নবীকরণযোগ্য শক্তি, নগরোন্নয়ন ও রেলওয়ের মতো ক্ষেত্রেও ভারতের উন্নয়নের উদ্যোগে সঙ্গী ফ্রান্স।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rDidc9

June 03, 2017 at 10:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top