দার্জিলিং, ১১ জুনঃ আবহাওয়র মত পরিবর্তন মোর্চার। কাল রোশন গিরি বলেন, তারা বন্ধ না ডেকে এখন অসহযোগের পথে নামবেন তারা। কিন্তু পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে আজ পর্যটকদের পাহাড় ছাড়ার অনুরোধ করলেন বিমল গুরুং। এদিন মোর্চা সুপ্রিমো বলনে, ‘গোর্খাল্যাণ্ড আন্দোলন যেকোনো পথেই হতে পারে। পর্যটকরা যদি মনে করেন তাহলে তারা ফিরে যেতে পারেন। সবরকম পরিস্থিতির জন্য তাদের তৈরি থাকতে বলছি।’
গতকাল থেকে মোর্চা সমর্থকদের গ্রেফতার শুরু হতেই বিমল গুরুংয় পাল্টা চাপ দিতে শুরু করেছেন বলে মনে করা হচ্ছে। এদিন প্রচুর তৃণমূল সমর্থকেরা মোর্চায় যোগ দিয়েছেন বলে দাবি করেন গুরুং। এদিন পাতলেবাসে বেশ কয়েকজন দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন গুরুং।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rOpWUE
June 11, 2017 at 02:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন