ঢাকা, ২২ জুন- সদ্য হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সের জন্য বড় অংকের টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি-ফাইনালে উঠাতে বাংলাদেশী মুদ্রার হিসেবে ৪ কোটি টাকার মতো পেতে যাচ্ছে টাইগাররা। প্রথমবারের মতো আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্টে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। ১৯ জুন এজবাস্টনে ভারতের কাছে সেমিতে ৯ উইকেটের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। টুর্নামেন্ট সেমি-ফাইনালিস্ট হওয়াতে আইসিসি থেকে ০.৪৫ মিলিয়ন পেতে যাচ্ছে বাংলাদেশ। যা কিনা ৩ কোটি ৬৩ লাখের সমান বাংলাদেশি টাকায়। একই অর্থ পাচ্ছেন আরেক সেমি-ফাইনালিস্ট ইংল্যান্ড। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রুফির শিরোপা জয়ী পাকিস্তান পাচ্ছে ২ মিলিয়নের উপরে। বাংলাদেশি হিসেবে ১৭ কোটি ৭৪ লক্ষ টাকার মতো। রানার্স-আপ ভারত পাচ্ছে ৯ কোটি টাকা। গ্রুপ পর্বে তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ও দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ৭২ লক্ষ টাকা এবং নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা পাচ্ছে ৪৮ লক্ষ টাকা। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া দলগুলোর জন্য বাংলাদেশি টাকায় ৩৬ কোটি টাকার প্রাইজ মানি বরাদ্দ রেখেছিল আইসিসি। এ আর/১৫:৫০/২২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rUJNCZ
June 22, 2017 at 09:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top