শুক্রবার জিটিএ ছাড়ছেন বিমল গুরুং

শিলিগুড়ি, ২২ জুনঃ পূর্ব ঘোষণা অনুযায়ী জিটিএ ছাড়ছে গোর্খা জনমুক্তি মোর্চা। জানা গিয়েছে, শুক্রবার মোর্চার ৪৪ জন নির্বাচিত সদস্য জিটিএ-র চিফ এগজিকিউটিভ বিমল গুরুংয়ের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেবেন। শনিবার চিফ এগজিকিউটিভ বিমল গুরুং তার পদত্যাগপত্র জিটিএ-র প্রধান সচিবের কাছে জমা দেবেন। যদিও আগামী ৩০ তারিখেই জিটিএ-র বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারপরই আনুষ্ঠানিকভাবে বোর্ড চলে যাবে প্রশাসকের হাতে।

সূত্রের খবর, পাহাড় আপাত শান্ত থাকলেও বৃহস্পতিবার সিংমারিতে পুলিশের ওপর হামলা এবং তিন জনের মৃত্যুর ঘটনায় পুলিশ বিমল গুরুং, তার স্ত্রী আশা গুরুং সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। এই ঘটনায় মোর্চা শুক্রবারই জিটিএ ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
এদিকে এদিনই দার্জিলিং থানায় বিমল গুরুং এবং তাঁর স্ত্রী আসা গুরুংয়ের বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করেছে পুলিশ।

উল্লেখ্য, পাহাড় ইশ্যুতে বৃহস্পতিবার শিলিগুড়িতে রাজ্য সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে তৃণমূল ছাড়া পাহাড় এবং সমতলের কোনো প্রধান রাজনৈতিক দলই অংশ নেয়নি। শিলিগুড়িতে থাকলেও পাহাড়ের সিংহভাগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বৈঠকে আসেননি। যদিও বৈঠক শেষে রাজ্যের স্বরাষ্ট্রসচিব মলয় দে বলেন, পাহাড়ের এই বনধ অগণতান্ত্রিক, অসাংবিধানিক। পাহাড়ের হিংসা বন্ধ হোক, লাগাতার বনধ প্রত্যাহার করা হোক। রাজ্য সরকার আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। একই কথা বলেছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।

এদিকে, জেলা শাসকের নির্দেশে পাহাড়ে বন্ধ থাকছে সমস্ত টিভি সম্প্রচার এবং আগামী ২৭ জুন পর্যন্ত ইন্টারনেট পরিসেবা বন্ধ থাকবে। আগামী ১ জুলাই দার্জিলিং যাচ্ছে বামফ্রন্টের প্রতিনিধি দল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sZ1lOe

June 22, 2017 at 06:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top