এশিয়া ::সংকট নিয়ে আলোচনায় নিজেদের সম্মতির কথা জানিয়েছে কাতার। তবে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না বলেও সাফ জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান আল থানি। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি। কাতারের ওপর প্রতিবেশী বৃহৎ দেশ সৌদি আরবসহ চারদেশের আরোপ করা অবরোধে সৃষ্ট সংকট নিরসনে যুক্তরাষ্ট্রে দফায় দফায় বৈঠকে যোগ দিচ্ছেন তিনি।
এরআগে গত সপ্তাহে কাতারকে বশে আনতে না পারায় নতুন করে ১৩টি শর্তের কথা জানিয়েছে অবরোধ আরোপ করা সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত। অবরোধ তুলে নেওয়ার বিপরীতে এসব শর্ত মানতে দোহাকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছে দেশ চারটি।
এরআগে সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে গত ৫ জুন সৌদির নেতৃত্বে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নয়টি দেশ। এতে বিপর্যয়ে পড়লেও রাশিয়া, তুরস্ক ও ইরানের মতো দেশের সহযোগিতায় পরিস্থিতি কিছুটা সামাল দেয় মাত্র ২৫ লাখের চেয়ে কিছু বেশি মানুষের ছোট্ট ও মাথাপিছু আয়ে বিশ্বের সেরা ধনী দেশ কাতার।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2tqYRZ0
June 30, 2017 at 09:06AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন