লন্ডন, ১৫ জুন- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের দ্বিতীয় সেমিফাইনালে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র ৩১ রানেই সাজঘরে ফিরে যায় ওপেনার সৌম্য সরকার ও তিন নম্বরে নামা সাব্বির রহমান। সেখান থেকে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ভারতীয় বোলারদের উপর চড়াও হয়ে প্রথমে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার তামিম। এরপর একই পথে হাঁটেন মুশফিকও। কিন্তু মুশফিকের হাফ সেঞ্চুরির পরপরই সাজঘরে ফিরে যান ক্যারিয়ারের ৩৮ তম হাফ সেঞ্চুরি করা তামিম। ব্যক্তিগত ৭০ রানে থামে বাঁ-হাতি এই ওপেনারের ইনিংস। ২৯ ওভার শেষে তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৫৬ রান। মুশফিকুর রহিম ৫৩ ও সাকিব আল হাসান এক রানে ব্যাট করছেন। বার্মিংহামের এজবাস্টনে ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে এদিনও ব্যর্থতার পরিচয় দেন সৌম্য। রানের খাতা খোলার আগেই ভুবনেশ্বরের বলে ফিরে যান তিনি। ভালো শুরু ইঙ্গিত দিলেও ব্যক্তিগত ১৯ রানে ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় শিকারে পরিণত হন তিন নম্বরে নামা সাব্বির। দলীয় ৩১ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন তামিম ও মুশফিক। শুরুতে কিছুটা ধীরে খেললেও সময় যেতেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন তামিম। নো বলের কল্যানে দুবার আউট হলেও মাঠ ছাড়তে হয়নি তাকে। চার-ছক্কার ফুলঝুরিতে তুলে নেন হাফ সেঞ্চুরি। ক্যারিয়ারের ৩৮ তম হাফ সেঞ্চুরি করতে চারটি চার ও একটি ছক্কার মার মারেন তামিম। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন মুশফিক। তামিমের পর মুশফিকও দেখা পান হাফ সেঞ্চুরির। ৬১ বলে চার চারে ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে মুশফিকের হাফ সেঞ্চুরির পরই সাজঘরে ফিরে যান তামিম। ব্যক্তিগত ৭০ রানে কেদার যাদভের বলে বোল্ড হন তামিম। ভাঙ্গে তাদের ১২৩ রানের জুটি। ৮২ বলে তামিমের ৭০ রানের ইনিংসে ছিলো সাতটি চার ও একটি ছক্কার মার। এ আর/১৭:৪৫/১৫ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ssk0RA
June 15, 2017 at 11:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন